যশোর সদর উপজেলার দোগাছিয়ায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল আলীর ছেলে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত একটার দিকে তারা সেলিমকে আটক করেন। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে সদর উপজেলার দোগাছিয়া গেলে সেলিমের সহযোগিরা পুলিশের ওপর চড়াও হয়ে সেলিমকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে অন্তত ২০ রাউন্ড গুলিবিনিময় হয়। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সেলিম। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করে পুলিশ।
নিহত সেলিমের বিরুদ্ধে চারটি ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ