ইউএনফসিসি আয়োজিত ২৪তম জলবায়ু সম্মেলন (কপ-২৪) প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো, সম্মিলিত চূড়ান্ত রূপরেখা প্রণয়ন এবং প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক বরিশাল জেলার সহসভাপতি প্রফেসর শাহস সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শুভংকর চক্রবর্তী, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।
বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার