চাঁপাইনবাবগঞ্জে মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের এবং দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম, সহকারি পরিচালক মো. মিজানুর রহমান, মসজিদভিক্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও কর্মজীবী কল্যাণ সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ।
কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকগণ অংশ নেন।
বিডি প্রতিনিধি/ফারজানা