নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ হাজার আটশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার জমিদারহাট এলকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার নেয়ামত উল্লাহ চৌমুহনী পৌরসভার হাজীপুরের সর্দার বাড়ির বাচ্ছু মিয়ার ছেলে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, নেয়ামত উল্লাহ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জমিদারহাট এলকায় ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন