একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুলকে প্রত্যাখান করে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর ও মুজিবনগর এলাকার নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহর মহিলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সফুরা খাতুন ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ উদ্দিন বিশ্বাস টনিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলার বাসস্ট্যান্ড এলাকার ফিন টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেহেরপুর কোর্ট এলাকার আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিসকিন আহমেদ, মেহেরপুর ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুনসহ এসময় সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় তারা দুর্নীতিবাজ, অযোগ্য ফরহাদকে মানি না মানব না, মুজিবনগরবাসী জেগে উঠো, ফরহাদকে ত্যাগ কর, আমরা নেতা কর্মী বান্ধব এমপি চায় ইত্যাদি স্লোগান দেন। এসময় তারা প্রার্থী প্রত্যাহার করে নতুন প্রার্থী দেয়ার দাবি জানান।
মিছিল শেষে মেহেরপুর আইনজীবী ভবন চত্বরে বক্তব্য রাখেন মেহেরপুর ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন। এসময় তিনি বলেন, আজকে এক অরাজনৈতিক নেতার কাছে মেহেরপুরের সমস্ত নেতাকর্মী জিম্মী হয়ে পড়েছে। এ মানুষটি তার জীবন দর্শনে মেহেরপুরের মাটিতে কখনও এক কিলোমিটার হেটে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করেন নাই। তাই ভোটের আগে আমরা নিশ্চিত পরাজয় জানতে পেরে হতাশ। আজ চার দিন ধরে নেতা কর্মীদের মুখের হাসি হারিয়ে গেছে। তাই মেহেরপুরের নেতা কর্মীদের বাঁচাতে প্রার্থী পরিবর্তন করে আগামীতে জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমরা বিশ্বাস করি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন