অপহরণ মামলা তুলে না নেওয়ায় আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় চতুড়িয়া গ্রামে আব্দুল আজিজ ফকির (৫০) নামে মামলার বাদীকে কুপিয়ে জখম করেছে অপহরণকারী ও তার দলবল। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্রা ভর্তি করে। অবস্থার অবণতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ফরিপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। আহত আব্দুল আজিজ পৌর এলাকার চতুড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
আহতের স্ত্রী হামিদা বেগম জানান, দুপুরে তার স্বামী আব্দুল আজিজ ফকির গ্রামের মাঠ থেকে ধান আনছিল। বাড়ির কাছাকাছি এসে পৌঁছালে ছেলে হাবিবুল্লাহ অপহরণ মামলার প্রধান আসামি একই গ্রামের হারুনসহ তার দলবল এসে অতর্কিত ভাবে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
তিনি আরো জানান, গত ২০১৪ সালে তার মাদ্রাসা পড়ুয়া একমাত্র ছেলে হাবিবুল্লাহকে একই গ্রামের হারুনসহ কয়েকজন অপরহরণ করে। পরে তাদের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে বাদী হয়ে মামলা করেন আহত আব্দুল আজিজ ফকির। পরে তারা চাপের মুখে ভারত থেকে ছেলেকে এনে দেন। এ ঘটনায় মামলা তুলে নেওয়ার জন্য আব্দুল আজিজকে বারবার চাপ দিয়ে আসছিলেন হারুনসহ অপহরণ চক্র। কিন্তু এতে রাজি না হওয়ার তাকে কুপিয়ে জখম করা হলো।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান কুপিয়ে জখম করার ঘটনা স্বীকার করে জানান, যারা এই ঘটনা ঘটিয়ে তাদেকে গ্রেফতারের চেষ্টা চলেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার