বগুড়া-কাহালু সড়কের শীতলাই চেরিস ফিড মিলের সামনে আজ মঙ্গলবার দুপুরে ট্রাক চাপায় শীতলাই দাখিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান শিক্ষক আনিসুর রহমান (৫৩) নিহত হয়েছেন। নিহত আনিসুর রহমান কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ জানায়, আনিসুর রহমান মাদ্রাসা শেষে বাই সাইকেলযোগে বেলা আড়াইটার দিকে বাড়ির পথে ফিরছিলেন। এসময় বগুড়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সড়কের ওপর তিনি ছিটকে পড়ে মারা যান।
বগুড়ার কাহালু থানা পুলিশ ট্রাকটি সহ ট্রাকের হেলপার শাহিন বাখলায়কে (২৫) আটক করেছে। ট্রাকের হেলপার শাহিন বাখলায় ভোলা জেলার ভরানদী উপজেলার পক্কিয়া গ্রামের আমিন বাখলায় এর ছেলে।
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত কবির সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার