বগুড়ার ধুনট উপজেলায় ফেয়ার প্রাইজের ৩৩ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলার চিকাশী বাজারের একটি গুদাম থেকে চাল গুলো জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে সরকার। ফেয়ার প্রাইজ নামের প্রকল্পের আওতায় ডিলারদের মাধ্যমে এ চাল বিক্রি করা হয়। তবে এই চাল বাহিরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ডিলার শিপন মন্ডল সোমবার সকালে সুবিধাভোগীদের মাঝে চাল বিক্রি করেন। ৩০০ টাকার বিনিময়ে ৩০ কেজি করে চাল ক্রয় করেন তালিকাভুক্ত হতদরিদ্ররা। ওই চাল ২০ টাকা কেজি দরে ৩৩ জন সুবিধাভোগীর কাছ থেকে কিনে নেন সুলতানহাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে ধান-চাল ব্যবসায়ী নাছিম উদ্দিন। সে ৩৩ বস্তায় ৯৯০ কেজি চাল ক্রয়ের পর তা নিজের গুদামে সংরক্ষণ করে।
খবর পেয়ে সোমবার বিকেলে উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা অভিযান চালিয়ে নাছিম উদ্দিনের গুদাম থেকে ৩৩ বস্তা চাল জব্দ করেন। পরে চিকাশী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোখলেছার রহমানের হেফাজতে চালগুলো সংরক্ষণ করা হয়।
ধান-চাল ব্যবসায়ী নাছিম উদ্দিন বলেন, সুবিধাভোগীরা ১০ টাকা কেজি দরে ডিলারের কাছ থেকে চাল ক্রয় করে। কিন্তু ওই চাল বাহিরে অতিরিক্ত মূল্যে বিক্রি করে সুবিধাভোগীরা। ৩৩ জনের কাছ থেকে ২০ টাকা কেজি দরে ৯৯০ কেজি করে চাল ক্রয় করে নেন।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা বলেন, স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছিম উদ্দিন নামের জনৈক ব্যবসায়ীর গুদাম থেকে ফেয়ার প্রাইজের ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ওই চাল পরবর্তিতে নিলামে বিক্রি করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার