নীলফামারীতে ২০ হাজারের বেশি খুদে কবি সাহিত্যিকদের মিলনমেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন “ভিশন-২০২১”। মঙ্গলবার জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
বর্ণিল এ অনুষ্ঠানে ৪৫৭জন নির্বাচিত খুদে কবিকে সম্মাননা প্রদান করা হয় দেশ বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, দৈনিক কালের কন্ঠের সম্পাদক কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কথা সাহিত্যিক আখতার হুসেন, সুজন বড়ুয়া, অভিনয় শিল্পি নুসরাত ইমরোজ তিশা, যাদু শিল্পি শাহীন শাহ ও জাতীয় দলের ক্রিকেটর আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে মন্তব্য করে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, দেশের কোথাও এত বড় খুদে কবি সাহিত্যিকদের মিলনমেলা হয়েছে কিনা আমার জানা নেই।
তিনি বলেন, যে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বোধ তৈরি হয়েছে তারা ভবিষ্যতে খারাপ কাজে যুক্ত হতে পারে না। অনুষ্ঠানে নির্বাচিত কবিদের ৫শ' টাকার প্রাইজবন্ড, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও যাদু প্রদর্শণ করেন শাহীন শাহ।
ভিশন-২০২১’র প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান জানান, ২০১১ সালের শেষের দিকে সংগঠনটি শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করে। নীলফামারী সদর উপজেলায় ১৪৪টি ওয়ার্ডে এর কমিটি রয়েছে আর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন প্রায় ৬শ' জন যুবক।
তিনি বলেন, সৃজনশীল প্রতিভা অনেন্বষণ ও মেধা বিকাশের লক্ষ্যে ২০১৬ সাল থেকে শিক্ষার্থীদের (প্রাথমিক ও মাধ্যমিক) মধ্য থেকে বাছাই করে খুদে কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদানের ব্যবস্থা শুরু হয় নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের পৃষ্ঠপোষকতায়।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৮/হিমেল