নাটোরের সিংড়ায় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী কাজী হারুন অর রশিদকে (৩০) গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। সোমবার বিকেলে নাটোর মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে সোমবার রাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বারুহাস রাস্তার ভাদাই ব্রিজের নিচ থেকে ১টি পাইপগান, ১টি হাসুয়া ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তার বন্দুকের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, তার বিরুদ্ধে সিংড়া থানায় ৫টি ও নাটোরে ১টি মামলা রয়েছে। আটকের পর তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার