‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।
সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি:) জিয়াউর রহমান ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সব দুর্ঘটনার জন্য চালক দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। প্রশিক্ষণ কর্মশালায় চালকদের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্রের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাবধানে গাড়ি চালানোর বিষয়েও পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
চালকরা বলেন, ভাঙাচোড়া সড়ক ও সড়কের পাশে থাকা ইটভাটার মাটির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এজন্য সড়ক আধুনিকায়ন করা ও রাস্তার পাশের ইটভাটার বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, মোটরযার পরিদর্শক এস.এম. সবুজ, পরিবহন শ্রমিক নেতা রিপন মন্ডল, সিরাজুল ইসলাম ও ইসলাম উদ্দিন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৮/হিমেল