দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আবুল হোসেন (৬০) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের মৃত বিষ্ণু মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে ওইদিন বিকেল সাড়ে ৩টায় বীরগঞ্জ-ঠাকুরগাঁও গড়েয়া সড়কে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি হতে বাইসাইকেল নিয়ে ঝাড়বাড়ী বাজারে যাওয়ার পথে আবুল হোসেনকে চাপা দেয় ওই ট্রাক্টর।
বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা.কেএম কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম