আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ সদর-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি শেখ ফজলুল করিম সেলিম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন তার সহোদর যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ ও পুত্রদ্বয় শেখ ফজলে ফাহিম এবং শেখ ফজলে নাঈম। সে সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী, শহর আওয়ামী লীগ সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু।
গোপালগঞ্জ সদর-২ আসনে শেখ ফজলুল করিম সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচন নিয়ে তিনি আটবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি প্রতিদিন/ফারজানা