সিরাজগঞ্জে র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২৬) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি'র এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাব্বির হোসেন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামের নজরুল হোসেনের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ রায়হান খালেক জানান, ২০১৬ সালের ৯ জুলাই রাতে পাবনা জেলার সুজানগর উপজেলার পালপাড়া গ্রামে কিছু লোক সন্ত্রাসী কর্মকান্ড ও রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। তখন জেএমবির শীর্ষ সদস্য মো. সাব্বির হোসেনসহ ১০-১৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় সুজানগর থানায় সস্ত্রাস বিরোধী আইন মামলা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার