বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই হেলপার আহত হয়েছে। নিহতরা হলো যশোর জেলার কোতয়ালী থানার তেঁতুলিয়া গ্রামের আফসার আলীর ছেলে আরিফ হোসেন (২২) ও বগুড়ার শিবগঞ্জ থানার পুর্বজাহাঙ্গীরাবাদ এলাকার জিন্নার ছেলে মোর্শেদুল ইসলাম (২৮)।
বৃহস্পতিবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বোঝাই একটি ট্রাক সয়দাবাদে পৌঁছলে বিপরীতমুখী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়। আহত হয় দুজন।
বিডি প্রতিদিন/ফারজানা