সাভারের আশুলিয়ায় কথিত বন্দুকযুদ্ধে বাবুল মিয়া নামে (২৭) এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল অপহরণ চক্রের মূল হোতা বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে নিশ্চিন্তপুর এলাকায় অপহরণ চক্রের অবস্থান জানতে পেরে অভিযান চালায় পুলিশ। এসময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন পুলিশের ৩ সদস্য। গত ১২ ই নভেম্বর অপহরণের পর একই এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে হত্যা করা হয়। নিহত বাবলু সেই অপহরণ চক্রের প্রধান বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম