নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উপজেলার চাপরাশির হাট বাজারের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, কবিরহাট উপজেলার পূর্ব রামেশ্বরপুর গ্রামের বাহার মিয়ার স্ত্রী নার্গিস (৩৮) এবং একই উপজেলার উপদ্দিলামছি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আবুল কাসেম ওরপে বেদু (৪০)।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মাদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ৪ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়। অন্যদিকে একই এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার