প্রায় দেড় মাস উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গত শুক্রবার রাতের চতুর্থ শিফট থেকে খনির এ কয়লা উত্তোলন শুরু করা হয় বলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান নিশ্চিত করেন।
জানা যায়, কয়লা খনির ১৩১৪নং ফেইজে উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর এই ফেইজের কয়লা উত্তোলন যন্ত্র ১৩০৮ নং ফেইজে স্থানান্তর ও স্থাপন করার কাজ শুরু হয়। তবে গত ১ মার্চ থেকে কয়লা উত্তোলনের কথা ছিল। কিন্তু বকেয়ার দাবিতে খনিটির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি ও সিএমসি কয়লা উত্তোলন বন্ধ রাখে। গত ৭ মার্চ খনির বোর্ড সভায় পাওনা পরিশোধের সিদ্ধান্ত হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি শুক্রবার রাতের চতুর্থ শিফট থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোং লিঃ এর এমডি ফজলুর রহমান জানান, এক ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হলে উৎপাদন বন্ধ রেখে, সেই ফেইজের যন্ত্র নতুন ফেইজে স্থাপন করতে ৪৫ দিনের মতো সময় লাগে। নতুন ১৩০৮নং ফেইজটি ৪০ দিনের মাথায় কয়লা উত্তোলনের জন্য প্রস্তুত হয়। গত ৭ মার্চ খনির বোর্ড সভায় পাওনা পরিশোধের সিদ্ধান্ত হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি শুক্রবার রাতের চতুর্থ শিফট থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর