রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মোংলায় দোয়া মাহফিলের আয়োজন করেছে পৌর বিএনপি। মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় শোক দিবস উপলক্ষে বিকেলে পৌর শহরের মাদ্রাসা রোডে অবস্থিত পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব মোঃ মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোঃ ফারুক ও পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগমসহ অন্যান্য নেতাকর্মীরা।
মাহফিলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।
পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক