খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে দলের জ্যেষ্ঠ নেতা ও কর্মীরা। সোমবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেবসহ ৫৫ জন নেতা-কর্মীর গণস্বাক্ষরিত একটি অভিযোগপত্রসহ দলের জেলা সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার কাছে এ অনাস্থা প্রস্তাব দেয়া হয়।
বাহার মিয়ার বিরুদ্ধে ১৫টি অভিযোগ আনা হয়েছে ওই অভিযোগপত্রে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, নিজের আত্মীয়দের দিয়ে ক্যাডার বাহিনী গঠন করে দলীয় নেতা-কর্মীদের হত্যার হুমকি, চাঁদাবাজি, সাঁওতাল সম্প্রদায়ের জমি ও সনাতন ধর্মাবলম্বীদের শশ্মান দখল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্ছিত এবং হত্যার হুমকি প্রদানের মতো গুরুতর অভিযোগও রয়েছে।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক অভিযোগ করে বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতা-কর্মী এমনকি সরকারি কর্মকর্তারাও বাহার মিয়ার নিপীড়ন থেকে কেউই রেহাই পাচ্ছেন না। বাহার মিয়াকে অচিরেই সভাপতির পদ থেকে অপসারণ করা না হলে তারা আন্দোলনে করবেন বলে হুশিয়ারি দেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে বাহার মিয়া জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
বিডি প্রতিদিন/ফারজানা