সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং বিআরটিএ’র যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও গণপরিবহনের শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান। সভায় মেট্রোপলিপন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সড়ক নিরাপত্তা বাড়াতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার