মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের ক্ষেত্রে কোনো প্রকার ভয় বা করুণার ঊর্ধ্বে উঠে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সচেতন নাগরিক কমিটি, খাগড়াছড়ি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সাথে বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সব ধরণের সহিংসতা প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের ন্যয়বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করার আহ্বান জানায় সংস্থাটি।
স্থানীয় প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার একাংশের দায়িত্ব পালনে কথিত ঘাটতি ও যোগসাজশের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্তের জন্য পুনরায় আহ্বান জানানো হয়।
মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানায় সনাক ও টিআইবি।
মানববন্ধনে সনাক, খাগড়াছড়ির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যারা নুসরাত হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় আরও বক্তব্য রাখেন, সনাকের সহ-সভাপতি লালসা চাকমা ও সনাকের সদস্য সাংবাদিক মো. জহুরুল আলম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম