ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রাকিব (৯) নামে এক শিশু বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রূপসী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পেছনে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
রাকিবের বাবার বাড়ি তারাকান্দা উপজেলায়। গত দুই বছর আগে তার মায়ের সাথে বাবা আজিজুল হকের সম্পর্কচ্ছেদ হলে সে বাঁশাটী গ্রামে নানা আক্কাস আলীর বাড়িতে থাকতো। আজ রাতে বাসার কাপড় রাখার জিআই তার ধরলে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন