নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ মে) জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শফিকুল ইসলাম শিমুল।
এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম (বার), জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শিকাগোর হে মার্কেটের সামনে বিশাল শ্রমিক জমায়েত ও বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ হারান ১১ জন। এরপরই ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বিশ্বের সব দেশেই আজ পালিত হচ্ছে দিবসটি।
এবার মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘শ্রমিক-মালিক ঐক্য গতি; উন্নয়নের শপথ করি।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম