চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে চোরকারবারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।
আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- ৪টি ওয়ান স্যুটারগান, ২টি পিস্তুল, ৩টি ম্যগজিন ও ১৬ রাউন্ড গুলি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপী সীমান্তের ১৮০/৯ এস পিলারের কাছে এই ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে ৫৯ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রহনপুর ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাত সাড়ে ১১টার দিকে রিফুজিপাড়া নামক স্থানে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল ফাঁদ পাতে। এসময় ভারত সীমান্তের দিক থেকে একটি মোটরসাইকেলে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে আসলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। প্রেক্ষিতে বিজিবি চোরাকারবারীদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ইমা মোটরসাইকেলসহ উল্লেখিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম