দিনাজপুরের খানসামায় বাবার চালানো ট্রাক্টরে পিষ্ট হয়ে মো. জিসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সিংগের ডাঙ্গা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিসান খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ভাবকী গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
নিহত শিশুর প্রতিবেশী মোসাবেরুল (২৫) জানায়, সকাল বেলা গাড়ির নিচে শিশু জিসান খেলা করছিলো এ সময়ে অজান্তে শিশুটির বাবা নিজ বাড়ী থেকে ট্রাক্টর বের করার সময় গাড়ি নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন