ফরিদপুর র্যাব-৮ অভিযান চালিয়ে সদর উপজেলার কানাইপুর থেকে ৩৪৮ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ জব্দ করেছে। এসময় পিকআপ চালক মাহবুব ফকিরকে (১৯) আটক করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বেনাপেল ও মাগুড়া থেকে ফরিদপুর এনে তা বিভিন্ন স্থানে বিক্রি করছে। গোপন সংবাদের ভিক্তিতে র্যাব জানতে পারে মাদক ব্যবসায়ী একটি চক্র মাদকের বড় একটি চালান বিক্রয়ের জন্য ফরিদপুরে আনছে। মাদক ব্যবসায়ীদের আটকের অংশ হিসাবে মঙ্গলবার রাতে ফরিদপুর-মাগুড়া মহাসড়কের কানাইপুর নামক স্থানে র্যাব সদস্যরা চেকপোষ্ট বসায়। রাতে মাগুড়া থেকে ফরিদপুরগামী হলুদ রংয়ের একটি পিকআপকে থামার নির্দেশ দিলে চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা পরবর্তীতে চালকসহ পিকআপটি আটক করতে সমর্থ হয়।
এসময় তল্লাশি চালিয়ে পিকআপের পেছনের বডির উপর বিশেষ কায়দায় লাগানো বাঁশের চটার ঝুড়ির মধ্যে থাকা ৩৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে আটক করা হয় পিকআপের চালক মাহবুব ফকিরকে। আটক মাহবুব ফকিরের বাড়ী ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মধ্যজগদিয়া এলাকায়। তার পিতার নাম মান্নান ফকির।
র্যাবের জিজ্ঞাসাবাদে মাহবুব ফকির জানান, সে দীর্ঘদিন যাবত ফেনসিডিল চুয়াডাঙ্গা ও যশোর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও মাগুরার মাদক ব্যবসায়ী চক্রের নিকট হতে কিনে এনে ফরিদপুর জেলার বিভিন্ন থানার ও পাশ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রির করে থাকে। ফেনসিডিলসহ আটককৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার