শেরপুরের নকলায় টালকী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মমিনুল ইসলাম মানিকের দুই পা, বাম হাত ও ৩টি দাঁত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে পাঠাকাটা এলাকার রশিদ চৌরাস্তা মোড়ে পৌঁছামাত্রই পিছন থেকে মোটরসাইকেল যোগে ৬-৭ জন লোক এসে অতর্কিত ভাবে হামলা চালায়। এ হামলায় মানিকের দুই পা, বাম হাত ও ৩টি দাঁত ভেঙ্গে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । গুরুতর আহত বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক মানিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এদিকে ওই রাতেই মমিনুল ইসলাম মানিকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।
নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরাধীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন