পটুয়াখালীর কলাপাড়ায় মহান আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় একটি বনার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা আওয়ামী দলীয় কার্যলয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমীক লীগ’র সাধারণ সম্পাদক হীরা হাওলাদার স্বপনের সঞ্চালনায় ও সহ-সভাপতি মো. শাহআলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি সুলতান মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাসীর, কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাডঃ শামিম আল সাইফুল সোহাগ, উপজেলা শ্রমীকলীগ’র সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা ফারুক গাজী।
এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়সহ এ দিনের তাৎপর্যতা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও বিশ্বের সকল শ্রমিকদের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার