চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে সাড়ে ৮ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে গ্রামের ফকিরচরের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শত্রুতামূলকভাবে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চাষীরা।
হাজরাহাটি গ্রামের ক্ষতিগ্রস্ত পানচাষী ওসমান শেখ জানান, গ্রামের আব্দুস সালাম, নজরুল বিশ্বাস, জাহিদুল ইসলাম, মোশারেফ হোসেনসহ পাঁচ চাষীর অন্তত সাড়ে ৮ বিঘা জমির পানবরজ ভস্মিভূত হয়। পাশের গ্রামের লোকজন খবর দিলে গ্রামবাসীকে সাথে নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
পানচাষী আব্দুস সালাম জানান, মাসখানেকের মধ্যেই এসব বরজের পান বিক্রি উপযোগী হয়ে যেত। এ অবস্থায় তাদের মারাত্মক ক্ষতি হয়ে গেল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম