বগুড়ায় ৫ মাসের শিশু কন্যা জামিয়া জান্নাত জিয়ামকে সেপটি ট্যংকের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে মা। বৃহস্পতিবার সকাল ১০টায় ওই কূপের মধ্যে থেকে পরিবারের লোকজন শিশুটির লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালের মর্গে প্রেরণ করেছে। খবর পেয়ে থানা পুলিশ হত্যার অভিযোগে ওই শিশু কন্যার মা মৌসুমি আকতারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত জিয়াম বগুড়া সদর উপজেলার মালগ্রাম দক্ষিণপাড়ার জান্নাতুল খাইয়াম জুয়েল এর কন্যা।
বগুড়া সদর থানার এসআই আব্দুল খালেক জানায়, বৃহস্পতিবার ভোর ৫টায় ৫ মাসের শিশু কন্যা জামিয়া জান্নাত জিয়ামকে তার মা মৌসুমি কূপের মধ্যে ফেলে দেয়। শিশু কন্যাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। খোঁজ করার এক পর্যায়ে মৌসুমি পরিবারের সদস্যদের জানায় কন্যা জিয়ামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। পরে পরিবারের লোকজন কূপের মধ্যে থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুকন্যার মাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। পরিবারের লোকজন জানায়, সে বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, শিশুটির জন্মের প্রায় দুই মাস আগে থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার