চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা দুটি ড্রাম চিমনি ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন, নোভা ইট ভাটার মালিক আমিনুল ইসলাম(৫৫), তাজ ইট ভাটার মালিক শুকুরুদ্দিন (৬০) ও মাইনুল ইসলাম (৫৫)। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সুন্দরপুর ইউনিয়নের নোভা ও তাজ ইটভাটায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম, শুকুরুদ্দিন ও মাইনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এসময় ইট তৈরির সামগ্রী, ২টি জেনারেটর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ১৩/১৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড়ে খুচরা বিক্রির জন্য রাখার দায়ে বেশ কিছু পরিমাণ ডিজেল ও পেট্রোল নষ্ট করাসহ বিক্রিতাদের মৌখিকভাবে সতর্ক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার