পটুয়াখালীর কুয়াকাটার মনসাতলী এলাকায় তীব্র বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে আহত মোটরসাইকেল চালক হাবিবুর রহমান মুসুল্লী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হাবিব পৌর সভার ১নং ওয়ার্ডের ওরকা পল্লীর বাসিন্দা হারুন মুসুল্লীর ছেলে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান। ফণীর প্রভাবে তীব্র গতির দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে আহত হাবিব শুক্রবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসের তীব্রতায় একটি রেইট্রি’র ডাল ভেঙে পড়ে হাবিবসহ তার যাত্রীরা আহত হয়। এর মধ্যে গুরুতর আহত হাবিবকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেয়ার পর তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৯/মাহবুব