একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরদার শরফুদ্দিন সান্টুসহ ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম গত সপ্তাহের শেষভাগে সংশ্লিষ্ট আদালতে এই অভিযোগপত্র জমা দেন। বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম মাহফুজ আলম গত রবিবার এক শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন।
বরিশাল-২ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যার পর বিএনপি প্রার্থী শরফুদ্দিন সান্টু মোটরসাইকেলের বহর নিয়ে উজিরপুর থেকে বানারীপাড়ায় প্রবেশ করেন। এসময় বানারীপাড়া শহরে প্রবেশমুখে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৪/৫ জন নেতা-কর্মী আহত হন। এসময় সান্টু ও তার দুই দেহরক্ষী লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করেন।
পরে এ ঘটনায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা বাদী হয়ে শরফুদ্দিন সান্টুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার পর সান্টু আত্মগোপন করলে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ আলম নির্বাচনী মাঠে একক আধিপত্যে ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন