পাহাড়ি ঢলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাং ইউনিয়নের গুমাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সোমবার সকাল থেকে সিংরা বেড়িবাঁধ ভেঙে উপজেলার ৫ টি হাওরে পানি প্রবেশ করছে। এতে করে প্রায় ৪শ হেক্টরের মতো বোরো ফসল তলিয়ে গেছে।
বারহাট্টার পুটিজানা থেকে লামা বাড়ি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার ফসলরক্ষা বাঁধে ২ দুইটি অংশ ভেঙে যায়। এতে করে সিংহা, কইমুড়ি, গুংগিয়াজুরী, দিঘা ও গাড়া বিলের বোরো ধান হুমকির মুখে।
বাঁধ মেরামতে স্থানীয় জনসাধারণ এবং জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা কাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ত্রুটিপূর্ণ বাঁধের কারণে এ ঘটনা ঘটেছে। গত তিন বছর ধরেই এই বাঁধ কোনো রকমে করে টাকা হাতিয়ে নেয়। এতে করে স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। কাজেই বাঁধের দুর্নীতিতে টিকাদারসহ যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
ইউপি চেয়ারম্যান আরো জানান, ১৫ থেকে ২০ হাজার কৃষক এতে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেছেন, এটি ডুবন্ত বাঁধ। ফণীর প্রভাবে অতি বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে কংশ ও গুমাই নদীর পানি বৃদ্ধি পেয়ে হাওর হয়ে ধনু নদীতে এমনিতেই যাবে। বাঁধের এই সাত কিলোমিটার অংশে যে অংশটি ভেঙেছে এর নিচে বিএডিসি পাইপ দেয়ায় লিকেজ হয়ে বাঁধটি ভেঙে গেছে। এখানে পাইপগুলোও রয়েছে।
ঠিকাদারের কাজে তিনি সন্তুষ্ট আছেন বলে জানান একটি অংশ ভাঙা দিয়েই কাজের মান নির্ণয় করা যায় না।
তবে কৃষি বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেছেন, ৪ শ হেক্টরের মতো জমি হবে এসব বিলে। পানি আটকানোর চেষ্টা চলছে। আটকে গেলে ক্ষতি হবে না। হাওরের ধান কাটা প্রায় শেষই বলে তিনি দাবি করেন। এ ঘটনায় এখনো কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন