ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় পিকআপচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
গোলড়া হাইওয়ে ওসি লুৎফর রহমান জানান, আজ সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল সোহেল। এসময় ঢাকাগামী একটি পিকআপ সোহেলকে চাপা দেয়। ঘটনাস্থলে সোহেল মারা যায়।
নিহত সোহেল জাগির মেঘশিমুল এলাকার আমেজ উদ্দিনের ছেলে। পিকআপটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। মরদেহটি মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা