রাজবাড়ীতে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুত বিচারসহ ১০ মামলার আসামি সাজাহান ওরফে সাজুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা। গ্রেফতারকৃত শাজাহান রাজবাড়ী সদর উপজেলার ব্রিচাত্রা গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।
সোমবার রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার আইনসহ ১০ মামলার আসামি ও ৫টি মুলতবি ওয়ারেন্টের আসামি সাজাহান সাজুকে ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও ১৬০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এ ঘটনায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন