ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি জয়দিয়া বাওড়ের মাছ লুটের ঘটনা ঘটেছে। লুটের সময় হুড়োহুড়িতে উপজেলার লক্ষিকুণ্ড গ্রামের ইয়াকুব আলী খাঁর ছেলে শহিদুল খাঁর (৫০) মৃত্যু হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল থেকে জয়দিয়া বাওড়ের মৎস্য আহরণ শুরু হয়। ফলে সেখানে মাছ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমায়। এতে বাওর ম্যানেজারের গাফিলতি এবং অব্যবস্থাপনা ও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ না নেওয়ার ফলে মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি জবর-দখল করে মাছ নিতে গিয়ে মানুষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় মানুষের ভিড়ে ও তীর্ব তাপদাহে শহিদুল খাঁ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে দীর্ঘদিন ধরে জয়দিয়া বাওড় ম্যানেজারের নানা অনিয়ম ও দুর্নীতির ফলে এলাকার মানুষ সুলভ মূল্যে মাছ কিনতে পারেন না বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সাব্দালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই নিরব হোসেন জানান, বাওড়ের দায়িত্বরতরা পুলিশের গুরুত্ব না দেওয়ায় মাছ লুটের ঘটনা ঘটেছে। পুলিশ সাধ্যমত চেষ্টা করেছে মাছ লুট ঠেকানোর। কিন্তু অতিরিক্ত জনগণের কারণে মাছ লুট ঠেকাতে ব্যর্থ হয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল