ধানের ন্যায্য মূল্য ও কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকিসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে। বুধবার দুপুর আড়াইটায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্ট্যাব্যপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিষদের জেলা শাখার আহ্বায়ক আব্দুজ জাহের, সদস্য সচিব গালিব মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মজুমদারসহ অনেকে।
বক্তারা এ সময় ধানসহ সকল কৃষি পণ্যের খচর অনুযায়ী ন্যায্যমূল নিশ্চিত, কৃষিতে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা, কৃষিতে সুনির্দিষ্টভাবে বিভিন্ন খাতে ভর্তুকি বাড়িয়ে স্বল্প মূল্যে উন্নতমানের বীজ, সার ও সেচের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি ক্ষতিপূরণ দেয়া এবং হয়রানি ও ঝামেলামুক্ত করে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করার দাবি জানান।
বিডি-প্রতিদিন/শফিক