ডিলাররা গত ৩ বছর ধরে চিনি উত্তোলন না করায় দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলস লিমিটেডে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা মূল্যের ৩ হাজার ২৮২ দশমিক ২৫ মে. টন চিনি মজুদ রয়েছে।
আমদানিকৃত চিনির থেকে দাম বেশি হওয়ায় ডিলাররা এই চিনি তুলছেন না বলে জানা গেছে। এতে দিন দিন বাড়ছে চিনির মজুদ।
এদিকে চিনি বিক্রি না হওয়ায় কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের গত এপ্রিল মাসের বকেয়া বেতন ও চলতি মাসের বেতন ও বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে আখ চাষিরা তাদের বকেয়া আখের টাকা আগামী সপ্তাহের মাঝামাঝিতে পাবেন বলে জানা গেছে।
জানা যায়, দিনাজপুর জেলার এক মাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ সুগার মিলস লিমিটেডে ১৬ কোটি ৪১ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩ হাজার ২৮২ দশমিক ২৫ মে. টন চিনি মজুদ রয়েছে। কিন্তু বেশি দামের অজুহাতে সুগার মিলের ৪জন হোল সেল ডিলার ও ৪ জন স্থানীয় ডিলার গত ৩ বছর ধরে চিনি উত্তোলন করছেন না। এ কারণে সেতাবগঞ্জ সুগার মিলের চিনি অবিক্রিত থেকে যাচ্ছে। এতে করে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বেতন ও আখ চাষিদের বকেয়া পরিশোধে মিল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
এবারও এপ্রিল মাসের বোকেয়া বেতদন, মে মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে আখ চাষিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আখ চাষিরা তাদের বকেয়া আখের মূল্য পেয়ে যাবেন।
সুগার মিল কর্তৃপক্ষ নিজেরাই মিল গেটে চিনি বিক্রয় করছে। খোলা চিনি প্রতি কেজি মূল্য ৫০ টাকা ও প্যাকেটজাতকৃত প্রতি কেজি মূল্য ৬৫ টাকা দরে বিক্রয় করছে।
সেতাবগঞ্জ সুগার মিলের ডিলার বিশিষ্ট এক ব্যবসায়ী জানান, আমদানিকৃত চিনির থেকে দেশি চিনির মূল্য বেশি। তা ছাড়া চিনি পরিষ্কার নয়। তাই বাজারেও চাহিদা নেই। সে কারণে ডিলাররা চিনি উত্তোলন করছে না।
এ ব্যাপারে সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, দেশের মিলে উৎপাদিত চিনির মিষ্টি অনেক বেশি, গুণগত মানও ভাল। কিন্তু লাল হওয়ার কারণে অনেকে চিনি নিতে চান না। তারা জানে না যে, আমদানিকৃত চিনি রিফাইন করা, রিফাইন করতে কেমিক্যাল ব্যবহার করতে হয়। কিন্তু দেশি চিনিতে কোনও কেমিক্যাল নেই।
তিনি বলেন, ডিলাররা গত ৩ বছর ধরে চিনি উত্তোলন করছেন না। সে কারণে দিন দিন চিনির মজুদ বাড়ছে। চিনিগুলো বিক্রি হলে মিলটি সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এবং আখ চাষিদের সঠিক সময়ে আখের মূল্য পরিশোধ করে উৎপাদন বৃদ্ধি করা যাবে।
বিডি প্রতিদিন/কালাম
নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি |