ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে গাড়ি চালক মোশারফ হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শামীম ফকিরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান এ আদেশ দেন। এর আগে গত ২৩ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার ১০ দিনের রিমান্ড আবেদন করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গত ২১ মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে শামীম ফকিরকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন বরিশালের উজিরপুর থেকে গ্রেফতার করা হয় সালাউদ্দিন মীর মিলনকে। এর মাঝে সালাউদ্দিন মীর মিলন ২৩ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আর শামীম ফকিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার