নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাগে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আকবর আলী (৩৬)। সোমবার সন্ধ্যায় সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আকবর আলী মৃত মো. মিজান আলীর ছেলে। ঘটনার সময় তিনি মসজিদের ছাদে উঠে বাঁশ দিয়ে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগমও (৩০) আহত হন।
বিডি-প্রতিদিন/শফিক