কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুরছালিন (৮)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুরছালিন মধ্য অনন্তপুরের আজিজুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য অনন্তপুর গ্রামে নিজ বাড়িতে শিশুটে বৈদ্যুতিক সুইচ বোর্ডে মাল্টিপ্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক