মাদারীপুরের শিবচরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মর্জিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা ভ্যানযাত্রী। সোমবার বেলা ১১টায় সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসীধন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার রাজারচর মোল্যাকান্দি এলাকার মৃত ময়ফুল খানের স্ত্রী মর্জিনা বেগম ভ্যানে করে পাঁচ্চর যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে মালেরকান্দি এলাকায় পৌঁছালে তাকে বহনকারী ভ্যানের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়, এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মর্জিনা। পরে তাকে উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক