ময়মনসিংহের নান্দাইল থানা মসজিদের দ্বিতীয় ইমাম মাও. আঃ হালিম(৫৫) ট্রাক চাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌণে ৪টার দিকে উপজেলার থানার মোড় এলাকার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নামাজ পড়ানোর জন্য সাইকেল চালিয়ে ইমাম মসজিদের দিকে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলামি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ব্রীজের মোড়স্থ বাসস্ট্যান্ড থেকে ট্রাকের হেলপারকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন