স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের উদ্দেশ্য বাস্তবায়নে নেত্রকোনার জেলার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন।
অন্যান্যের মাঝে ছিলেন ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান হেপি রায়, ওসি এটিএম মাহামুদুল হক। কর্মশালায় অংশগ্রহণকারী ছিলেন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন