সম্প্রতি দেশজুড়ে যখন ধানের ন্যায্য মূল্য নিয়ে চলছে নানান আলোচনা। পাকা ধান ঘরে তুলতে না পেরে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। এরই মাঝে যশোর সরকারি এমএম কলেজের মেধাবী ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ আল মামুন শুভ নিজের টিউশনির জমানো টাকা দিয়ে সারসা উপজেলার গোগা ইউনিয়নের গরীব চাষী রেজাউল হোসেনের জমির ধান কাটার ব্যবস্থা করেন।
কৃষক রেজাউল হোসেন বলেন, ধান কাটার শ্রমিকের দাম বেশি হওয়ায় দুই বিঘা ৭ কাঠা জমির ধান কাটতে পারছিলাম না। পরে এ ছাত্রলীগ নেতার সহায়তায় ধান কাটতে পেরে বেশ খুশি।
এ বিষয়ে শেখ আব্দুল্লাহ আল মামুন শুভ বলেন, সম্প্রতি ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় এবং মণ প্রতি ধানের যে দাম তার চাইতে একজন শ্রমিকের দাম বেশি হওয়ায় তিনি ধান কাটতে পারছিলেন না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে প্রান্তিক এ কৃষকের ধান কাটার কাজে নিজেকে সামিল করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন