লক্ষ্মীপুরের রায়পুরে মো. হান্নান (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাতে উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের মানিক খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে। একই বাড়ির প্রভাবশালী মো. খোকনের (৫৫) নেতৃত্বে এ হামলা হয় বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। আহত হান্নানকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কৃষক মো. হান্নান জানান, দীর্ঘদিন থেকে জমি নিয়ে একই বাড়ির প্রভাবশালী মো. খোকনের সঙ্গে বিরোধ চলে আসছে। ঘটনার সময় কথাকাটাকাটির জের ধরে খোকনের নেতৃত্বে রাব্বী (২৮), ফয়সাল (২০)সহ ৬/৭ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়ে অজ্ঞান অবস্থায় মৃত ভেবে ফেলে রেখ যায়। ওই সময় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও খোকন ও পরিবারের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে বলে বাড়ির লোকজন জানিয়েছেন।
এ বিষয়ে রায়পুর থানার ওসি (তদন্ত) মো. সোলাইমান বলেন, ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ প্রদান করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার