মুজিবনগরে সরকারি নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার দারিয়াপুর ইউনিয়ন পরিষদে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার মধ্যে দিয়ে এ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী জানান, আমার ইউনিয়নে আজকে ধান ক্রয় করা হবে জেনে অগ্রিম মাইকে প্রচার করে দেওয়া হয়। পরে চাষিরা জানতে পেরে ইউনিয়ন পরিষদে এসে ধান বিক্রয় করে যাচ্ছে।এই ইউনিয়নে ৬০ জন চাষী কাছ থেকে ৫০০ কেজি ৩০ টন ধান ক্রয় করা হবে।
কৃষি অফিসার আনিসুজ্জামান খান জানান, শুধুমাত্র কৃষি উপকরণ সহায়তা কার্ডধারী চাষিদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। নির্বাহী অফিসার নাহিদা আক্তার বলেন, কৃষকদের সুবিধার্থে ফুড অফিসের লোক নিয়ে এসে ধান যাচাইবাছাই করে ক্রয় করার পর সরাসরি মেহেরপুর গুদামে পাঠাইয়ে দেওয়া হচ্ছে। এতে করে কৃষকদের হয়রানির শিকার হতে হচ্ছে না।তিনি বলেন,এ বছর মুজিবনগর উপজেলায় ইউনিয়ন পরিষদের মাধ্যেম পর্যায়ক্রমে প্রতি কৃষকের কাছ থেকে ১২.৫ মন করে মোট ১১৩ টন ধান ক্রয় করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার