বাগেরহাটের চিতলমারী উপজেলায় সাদিয়া বেগম (২২) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে না-কি সে আত্মহত্যা করেছে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। তবে মেয়ের বাবা হত্যার অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাদিয়া বেগমের স্বামী বিদেশে থাকে এবং তাদের দাম্পত্য জীবনে মরিয়ম নামের দেড় বছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকুল সরকার জানান, বড়বাড়িয়া গ্রামের জাকারিয়া শেখের স্ত্রী সাদিয়াকে হত্যা করা হয়েছে? নাকি সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার লাশ ময়নাতদন্ত করতে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার